জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৪, ২০:৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৮ মে' র অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগতি করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।
এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এদিকে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৮ মে পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৪ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য ৬ষ্ঠ ধাপের ১ম পর্যায়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ওই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
যাযাদি/এসএস