গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাভাবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৯০ শতাংশ

প্রকাশ | ০৩ মে ২০২৪, ১৮:০৮

মাভাবিপ্রবি প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (৩ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

'বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি কেন্দ্রে ২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯০-৯২শতাংশ।

এছাড়া ভর্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলো বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি),রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি। এছাড়া ভর্তি পরীক্ষার্থী ও অবিভাবকদের জন বিনামূল্যে শরবত ও সুপেয় পানি বিতরণ করে সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি)।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম