যবিপ্রবি ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় উত্তাল বিশ্ববিদ্যালয়, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রকাশ | ১৩ মে ২০২৪, ১৮:১৬

যবিপ্রবি প্রতিনিধি

লোকাল বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির)ব্যবস্থাপনা বিভাগের ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, গতকাল (১৩ মে) চৌগাছা গামী লোকাল বাসে সকল ৮ তার বাসে চুরামণকাটি থেকে মাসুদ নামের ছেলেটি বাসে উঠে শিক্ষার্থীর পাশে দাঁড়ায় এবং তার গায়ে হাত দেয়। নিষেধ করার পরও মাসুদ হাত না সরালে তখন শিক্ষার্থী আসে পাশে সকল বলে মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হওয়ায় পরবর্তীতে মাসুদের নামে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জানায় শিক্ষার্থী। এই নিয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করার জন্য প্রশাসনিক ভবনে অবস্থান করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর মো: আনোয়ার হোসেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর বেবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। ২৪ ঘন্টার মধ্যে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা।
                                                   
                                                
যাযাদি/এসএস