রাবি শিক্ষার্থীদের রাজশাহী-ঢাকা রেল সড়ক অবরোধ 

প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ১৭:৫১

রাবি প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

তৃতীয়দিনের মতো ঢাকা-চাঁপাইনবয়াবগঞ্জ রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা কুমিল্লা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।  

সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ শুক্রবার (৮ জুলাই) বিকেল ৫টায় স্টেশন বাজার সংলগ্ন রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

এসময় চাঁপাইনবয়াবগঞ্জ-রাজশাহী-ঢাকা সড়কের সকল রেল চলাচল বন্ধ ছিল। রাত ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন একাধিক সংগঠক। 

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ১ দফা দাবি পেশ করেন। দাবিটি হলো- সরকারি চাকরিতে সকল পর্যায়ে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে মুক্তিযোদ্ধা, উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য নূন্যতম ৫% কোটা জাতীয় সংসদে বিল পাস করতে হবে। এক্ষেত্রে  মুক্তিযোদ্ধা ২, উপজাতি ২ এবং প্রতিবন্ধী কোটা ১টি করে থাকবে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, সরকারি চাকরিতে কোটার সংস্কার ও কুমিল্লা, চট্রগ্রামসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পুলিশের হামলার প্রতিবাদে রেল সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন শিক্ষার্থী রিডিং রুম বা হলে ফিরে যাবে না।  আর যদি পুলিশ বা সরকারের কোন বাহিনী হামলা চালায় তাহলে পাল্টা হামলা চলবে। আমাদের এ দাবি বেঁচে থাকার দাবি।

এসময়  তাদের - ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠোক আরেকবার, মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল, ও মেস থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে একত্রিত হয়। বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রায় ৫ হাজার শিক্ষার্থী একযোগে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রেলসড়ক অবরোধ করতে আসে।

যাযাদি/ এসএম