শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল
প্রকাশ | ১২ জুলাই ২০২৪, ২১:১০

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থী। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে একত্রিত হয় এ বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন প্রায় ৫ হাজারের মতো শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের নগরীর ২ নম্বর গেইট হয়ে প্রবর্তক মোড় পেরিয়ে চক বাজার মোড় হয়ে নগরীর ষোলশহরের এসে শেষ করেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, লাঠিচার্জ করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। তবে কোটা প্রথার বিরুদ্ধে তাদের অবরোধ, বাংলা বøকেড কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাইথ, আমার বোনের রক্ত কেন, প্রশাসন জবাব চাইথ, একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করোথ, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেডথ, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাকথ, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতাথ, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দেথ, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,থ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছেথ, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছেথ, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাইথ, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনথ, ‘কোটা না মেধা, মেধা মেধাথ, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রামথ, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাইথ- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
যাযাদি/ এসএম