নিজ ক্যাম্পাসে আবু সাঈদের গায়েবি জানাজা শেষে বিক্ষোভ মিছিল 

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ১৬:২৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৪, ১৬:৩১

গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)  পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের গায়েবি জানাজা  শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম সড়কে কিছুক্ষণ বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মর্ডান মোড় অবস্থান নেন। 

 এসময় তারা  ‘আমার ভাই মরলো কেনো, জবাব চাই,  জবাব চাই ’ ‘প্রশাসন এর কালো হাত,  ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ’ ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, চলবে না, চলবে না ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে শিক্ষার্থীরা,  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১ নং গেট কে শহীদ আবু সাঈদ গেইট নামকরণের দাবি জানান।

যাযাদি/ এস