মৌমিতা ধর্ষণের প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন কর্মসূচী
প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ২২:৩৭

কলকাতার একটি সরকারি হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন উত্তপ্ত সমগ্র ভারত। তার এ ঘটনায় অভিযুক্তদের বিচার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছেন। এ ঘটনায় কলকাতার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট )বিকাল ৪ ঘটিকায় তৃতীয় একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা।
মানববন্ধনে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আব্দুল হালিম এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেন, এইরকম জঘন্যতম ঘটনা যেন বাংলাদেশ কিংবা ভারতের কোনো জায়গায় আর না ঘটে।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুখী আক্তার বলেন, এইরকম ঘটনা ২০১৬ সালে বাংলাদেশেও ঘটেছিল কিন্তু সে তার বিচার পাই। এবারও যেন এইরকম না হয়। ড. মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদ থাকেন।
আরেক শিক্ষার্থী মহসিন বলেন, আমরা এই নিষ্ঠুরতম ঘটনার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের কঠোর বিচারের আহব্বান জানাচ্ছি।
যাযাদি/ এস