হাবিপ্রবির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় সভা
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২

সাধারণ শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলার জন্য দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজের সাথে একটি মতবিনিময় সভা করেন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)
রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভিসি বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন নব-নিযুক্ত প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, রেজিস্টার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির,নবনিযুক্ত প্রক্টর রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা সহ আরো অনেকে। হাবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাবিপ্রবিসাস সভাপতি গোলাম ফাহিমুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন সহ অন্যান্য সদস্যরা৷
এ সময় সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চলমান অরাজকতা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ৷ দায়িত্ব প্রাপ্ত শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ৷
সমস্যা সমাধান প্রসঙ্গে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কাজ করব। কিন্তু, ১৭ বছরের এই অবস্থা ১৭ দিনে ঠিক করা কোনোক্রমেই সম্ভব নয়। আমরা আশা করব, আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমাদের সর্বোচ্চ সাহায্য করবেন যাতে আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে পারি।"
এছাড়া তিনি তার অক্ষমতার কথা তুলে ধরে আরো বলেন, " বর্তমানে আমি শুধু প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছি। তাই, চাইলেও শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলতে পারছি না। কেননা এতে আমার ওপর অর্পিত দায়িত্ব বিতর্কিত হতে পারে।"
একই সাথে দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির বলেন, " শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা আজ থেকেই শিক্ষার্থীদের আটকে থাকা সার্টিফিকেট প্রদানের কাজ শুরু করেছি। ইতোমধ্যেই আমরা বাস চালু রেখেছি।" শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ধীরে ধীরে সকল প্রকার কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মতবিনিময় শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ জানান, আমরা চাই শিক্ষার্থিবন্ধব সুন্দর একটি ক্যাম্পাস হোক আমাদের এই বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসকে প্রয়োজনীয় সংস্কার করে শিক্ষা গবেষণায় আরো এগিয়ে নিতে নতুন প্রশাসন ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবে হাবিপ্রবি সাংবাদিক সমিতি।
যাযাদি/ এসএম