শাবিতে স্নাতক পর্যায়ে গবেষণা নিয়ে সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ | ১৭ অক্টোবর ২০২৪, ১৭:৫৮

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়্যাল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং ( আইপিই) বিভাগের উদ্যোগে স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় দিকনির্দেশনাপ্রদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ২ টা ৩০ মিনিটে একাডেমিক ভবন সি তে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম এ হাসিব।
এসময় আরও উপস্থিত ছিলেন আইপিই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আব্দুল মালেক, প্রভাষক মো. জাহেদুল আলম।
যাযাদি/এসএস