জাবিতে ডেঙ্গু প্রতিরোধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২৪, ১৭:৪৫

জাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাননীয় উপাচার্য বরাবর ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বরাবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার সংগঠক জাকিরুল ইসলাম স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেড়েছে। হলে হলে অনেক শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ক্যাম্পাসে দিন দিন মশার উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। মশার উদ্ভূত প্রাদূর্ভাবে এই মারাত্মক রোগটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়ে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া স্মারকলিপিতে কয়েকটি দাবি জানানো হয় তা হলো, ক্যাম্পাসের সকল স্থানে, বিশেষ করে জলাশয়ের আশপাশে মশা নিধন অভিযান পরিচালনা করা। নিয়মিত ফগিং এবং লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা।ক্যাম্পাসের সকল স্তরে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পোস্টার, ফ্লায়ার, সেমিনারের মাধ্যমে ডেঙ্গুর কারণ, লক্ষণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে সকলকে অবহিত করা। ক্যাম্পাসের সকল স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা এবং সেখানে নিয়মিত আবর্জনা সংগ্রহ করে ক্যাম্পাসের বাহিরে নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা। ক্যাম্পাসে যেসব জলাশয় রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজনন রোধ করা। ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য যথাযথভাবে সজ্জিত করা এবং পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক নিশ্চিত করা। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

মাস্টার্সের শিক্ষার্থী ই.এম.মাহমুদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় জাতি ও মানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনে ঐতিহাসিক ভাবে পাশে ছিলো ছাত্রদল। ডেঙ্গু প্রকোপে জাবির এই উদ্ভূত পরিস্থিতিতেও নিজস্ব দায়বদ্ধতা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাড়াতে কার্যক্রম হাতে নিয়েছে,যাতে করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় থাকে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও  উপস্থিত ছিলেন শাহান ভূঈয়া, শামসুজ্জামান সায়েম, আদনান করিম, বাক্কি, সাদিককুর রহমান, জাহিদ হাসান, একরামুল হক, এসএম আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম অয়ন, মজনু মাহমুদ, শামিম, মাসুদ, তপু, আবিদুর রহমান।

 

যাযাদি/এসএস