মাভাবিপ্রবিতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ১০:০৪

মাভাবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে স্বাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ । এছাড়া প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মতিউর রহমান, অধ্যাপক ড. মোঃ এ কে এম মহিউদ্দিন, অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, সহযোগী অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান বেগম ও সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয় বক্তব্য রাখেন।

এরপর জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। একপর্যায়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 

যাযাদি/এআর