রাবিতে আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৪

রাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩য় বারের মতো আন্তঃবিভাগ ২০২৪-২০২৫ সেশনের তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।  এবছর তায়কোয়ানডো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান শরীরচর্চা শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

এর আগে গত ২ ডিসেম্বর এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

এবছর আন্ত:বিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ৭৬ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র মিলে মোট ১৫১ জন খেলোয়াড় অংশ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের অধিকর্তা এবং আন্ত:বিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।’


প্রধান অতিথি বক্তব্য উপাচার্য বলেন, "তায়কোয়াডো একটি কোরিয়ান মার্শাল আর্ট যা মূলত শারীরিক শক্তি, মনোযোগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য পরিচিত। এটি একটি মার্শাল আর্ট এবং স্পোর্টস, যেখানে বিভিন্ন কৌশল ও আঘাতের মাধ্যমে প্রতিপক্ষকে পরাস্ত করা হয়। এটি শারীরিক এবং মানসিক শৃঙ্খলা বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। তায়কোয়ান্ডোর মূল উদ্দেশ্য শুধু শারীরিক শক্তি বৃদ্ধি নয়, বরং আত্মবিশ্বাস, ধৈর্য, এবং মনোযোগের মাধ্যমে মানসিক শক্তি অর্জন করা।"

এসময় তিনি আরো বলেন, "বিশ্বব্যাপী তায়কোয়ানডো জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং এটি ২০০০ সালের সিডনি অলিম্পিকে একটি অলিম্পিক ক্রীড়া হিসেবে অন্তর্ভুক্ত হয়। তায়কোয়ানডো একদিকে যেমন আত্মরক্ষার কৌশল হিসেবে কার্যকর, তেমনি এটি শৃঙ্খলা, সম্মান, এবং সৎ উদ্দেশ্য অর্জনের উপায়ও হিসেবে প্রশংসিত। আমরা খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিতে চাই। আমরা এমন খেলাধুলার আয়োজন করতে চাই, যা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে।"

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান।

যাযাদি/ এসএম