বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮

বাকৃবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'মৃত্তিকার যত্ন: পরিমাপ, পর্যবেক্ষণ এবং পরিচর্যা' প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪। 

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টায় বাকৃবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে টিএসসির সামনে দিয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মৃত্তিকার সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং  সহকারী অধ্যাপক  ইমরান আহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায়   উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক,  কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান এবং আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন  করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মৃত্তিকার স্বাস্থ্য অবনতির কারণে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ছে। মৃত্তিকার সঠিক পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর উদ্যোগে ২০১৪ সাল থেকে প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়ে আসছে। দিবসটির উদ্দেশ্য মৃত্তিকার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

যাযাদি/ এআর