‘বেগম রোকেয়ার জীবন নারীদের পাশাপাশি পুরুষদের জন্য শিক্ষা’

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১২

রাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

"বেগম রোকেয়ার জীবন শুধু নারীদের জন্য শিক্ষা নয়। নারীদের পাশাপাশি এ যুগের পুরুষদের জন্যও শিক্ষা। পুরুষদের উচিত নারীদের সাপোর্ট দেওয়া। রোকেয়ার ভাই ও স্বামী দুইজনই সাপোর্ট করেছিল। একজন সফল পুরুষের পেছনে যেমন নারী থাকে, তেমনি একজন সফল নারীর পেছনেও পুরুষ থাকে" বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস্ ইসলাম। 

সোমবার ( ৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে 'বেগম রোকেয়া দিবস' উপলক্ষ্যে এক স্মরণ সভা আয়োজনে প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, "আজকের অনুষ্ঠানের উপস্থিতিই বলে দেয় জন্মের দেড়শ বছর পরেও এখনো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রাসঙ্গিক। আমাদের ছাত্রীরাই প্রমাণ করে দেয় তিনি সফল। আমাদের হলে মেয়েদের সংখ্যা বাড়ছে। শুধু হলেই না ডিপার্টমেন্ট গুলোতেও মেয়েদের সংখ্যা বাড়ছে। টপ ক্লাস রেজাল্ট করছে যারা তাদের মধ্যে কম করে হলেও ৫০ শতাংশ মেয়ে। এর মূল পথিকৃৎ হিসেবে কাজ করেছেন বেগম রোকেয়া। নতুন বাংলাদেশে আমাদের মেয়েদের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। রোকেয়া সাখাওয়াত হোসেন আমাদের দেখিয়ে গেছেন ভালো কাজের কোনো বয়স নেই।"

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস্ ইসলাম।

এসময় 'বেগম রোকেয়া দিবস' উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানসহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ অধ্যক্ষ সালমা শাহাদাত, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব, মেয়েদের বিভিন্ন হল প্রাধ্যক্ষগণসহ প্রায় শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম