ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩১

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে  আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।

 মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনঃরায় বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. উমর ফারুক, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে সোমবার(৯ ডিসেম্বর) বিভাগের শিক্ষার্থীদের মাঝে ‘মানবাধিকার’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া এ বিষয়ে আগামি ২১ ডিসেম্বর সেমিনারের  আয়োজন করা হয়েছে। 

যাযাদি/ এআর