মাভাবিপ্রবিতে ‘উচ্চশিক্ষা ও গবেষণা’ বিষয়ক সেমিনার
প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২৪, ২১:১০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাথ ক্লাবের আয়োজনে উচ্চ শিক্ষা ও গবেষণা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিভাগের সেমিনার রুমে দিনব্যাপী এ উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.পিনাকী দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ,এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আলী আকবর, সহকারী ম্যাজিস্ট্রেট নিয়ামুল কবির উৎস, গবেষক ইমরান শরিফ ও সজীব গ্রুপের মার্কেটিং অফিসার তারেক হোসাইন।
দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
যাযাদি/ এআর