জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন সভাপতি আসাদুল,  সেক্রেটারী রিয়াজুল

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬

আবু সাঈদ, জবি
ছবি: যায়যায়দিন

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং শাখা সেক্রেটারি ও শাখা সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। 

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুল ইসলাম, সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম আরিফ।

০৩ জানুয়ারি সকাল ১০ টায় ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত আসাদুল ইসলাম এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।"
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আসাদুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল আলিম আরিফকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

সমাপনী সেশনে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক নাঈম তাজওয়ার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি ইকবাল হোসাইন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

যাযাদি/ এস