শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা ৫ বিভাগীয় শহরে

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২৮

শাবি প্রতিনিধি
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) একক ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন রোববার (৫ জানুয়ারি) শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা admission.sust.edu লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি এ-১ ইউনিট (বিজ্ঞান) ১২৫০ টাকা, এ-২ ইউনিট (বিজ্ঞান ও আর্কিটেকচার) ১৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা শাবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে শাবিতে। ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় 'বি' ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ)। একই দিন বিকাল ৩ টায় 'এ' ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বছর, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান শাখা) মোট আসন ৯৮৫ টি ও ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা) মোট ৫৮১টি আসন রয়েছে। এসব আসন ছাড়াও অতিরিক্ত ১০৫ টি কোটা আসন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা ২৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ জাতিসত্ত্বা/ হরিজন-দলিত কোটা ২৮, প্রতিবন্ধী কোটা ১৪, পৌষ্য কোটা ২০, চা শ্রমিক কোটা ৫, বিকেএসপি (খেলোয়াড়) কোটা ১০।

নিজস্ব পদ্ধতিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ৫টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আর্কিটেকচার (এ-১ ইউনিট) বিভাগের পরীক্ষা শাবি ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

যাযাদি/ এসএম