রুয়েটে কোরআনের দারস শেষে কোরআন বিতরণ

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪০

রুয়েট প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় মসজিদে বৃহস্পতিবার  (৯ জানুয়ারি) কোরআনের দারস শেষে নবীনদের কোরআন, সিরাত গ্রন্থ, দোয়ার বই ও দাওয়াহ সামগ্রী বিতরণ করেছে ইসলামিক সোসাইটি অব রুয়েট।  

এছাড়াও ইসলামিক সোসাইটি অব রুয়েট কর্তৃক আয়োজিত সিরাহ কনটেস্টের পুরস্কার বিতরণ করা হয়। সিরাহ কনটেস্টে  প্রথম স্থান অর্জন করেছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাউহিদুল ইসলাম ফাহিম।

কোরআনের দারস প্রদান করেন নুরুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি কুরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তিনি বলেছেন, কুরআনের সাথে আমাদের দৃঢ় সম্পর্ক গড়তে হলে প্রথমেই কুরআনের আজমত (মহানত্ব) ও মর্যাদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 

তিনি আরো বলেন, "রাসুল (সাঃ) আমাদের জন্য কুরআনের সাথে সম্পর্ক স্থাপনের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি চারটি পদ্ধতিতে কাজ করতেন। কোরআন তেলাওয়াত করে, তার সৌন্দর্য হৃদয়ে পৌঁছে দিতেন; আল্লাহর কালামের  গভীর অর্থ বুঝাতে কোরআন শিক্ষা দিতেন; হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিতেন, যা আমাদের জীবন পরিচালনা করার জন্য অপরিহার্য; কুরআনের মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করতেন, যাতে তারা শিরক, পাপ, এবং নৈতিক দুর্বলতা থেকে মুক্ত হতে পারে।

তাই, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কুরআনের মহত্ত্ব উপলব্ধি করা, তার শিক্ষায় নিজেকে আলোকিত করা এবং আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মুসলিম হয়ে ওঠা আমাদের ঈমানের অপরিহার্য অংশ"।

দারস অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন, ড. ইমতিয়াজ আহমেদসহ আরো ওলামায়ে কেমারগণ। 

দারসুল কুরআনে আরো উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক  ড. রবিউল ইসলাম সরকার, মানবিক বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  হাসান সরকার। 

এছাড়াও, রুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সমকালীন প্রকাশন ও সত্যায়ন প্রকাশনীর বই অস্থায়ী স্টলে ৩৫% ছাড়ে বই বিক্রির ব্যবস্থা করা হয়।

যাযাদি/ এআর