হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার নেতৃত্বে ফাহিম-নাবিলা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৬

হাবিপ্রবি প্রতিনিধি
ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছায়া জাতিসংঘ সংস্থার (এইচএসটিএইমুনা) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সালমা নাবিলা।


সংগঠনটির ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি সাদমান সাকিব রাশিক ও সাধারণ সম্পাদক আহমেদ শাকিল স্বাক্ষরিত একটি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন এই কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন নুহাশ আলী অর্ণব ও ইশরাত ফারজানা আরশী, সহ-সাধারণ সম্পাদক নুসরাত জাহান (বৃষ্টি) ও ইকরামুল হাসান তুর্য এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারিশতা তাসনীম ও টি, এম সিয়াম সারোয়ার।

নবনির্বাচিত সভাপতি ফাহিম আল মাহমুদ বলেন, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি হিসেবে আমাকে যোগ্য হিসেবে মনোনীত করায় আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও এর সদস্যের সারাদেশে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা তথা হাবিপ্রবির প্রতিনিধিত্ব করা নিশ্চিত করতে চাই। আমরা আরো নিশ্চিত করতে চাই যে প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন এবং লিডারশীপের প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলী অর্জন করবে।

সাধারণ সম্পাদক সালমা নাবিলা বলেন, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা এমন একটি সংগঠন যা এর সূচনালগ্ন থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন সারাবছর বিভিন্ন কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক মানের কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে যেখানে শিক্ষার্থীরা কূটনৈতিক আলোচনা, নেটওয়ার্কিং, বিশ্বব্যাপী সচেতনতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্বের দক্ষতা সহ অন্যান্য গুণাবলীর অনুশীলন করে থাকে, যা বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি, আমরা আরো নতুনত্ব আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এমন একটি সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বটাও অনেক, চেষ্টা করবো সর্বোচ্চ টা করার। 

উল্লেখ্য, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠন (এইচএসটিউমুনা) ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের অনুকরণের মাধ্যমে তরুণদের মাঝে বৈচিত্র্য, বিশ্বায়ন এবং নেতৃত্ব দানের মাধ্যমে আজকের বিশ্বকে উন্নত বিশ্বে পরিণত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এইচএসটিউমুনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের অন্যতম একটি নাম। উত্তরবঙ্গের ছায়া জাতিসংঘের পথিকৃৎ এই সংগঠনটি। এখন পর্যন্ত বৃহৎ পরিসরে ২০১৮ সালে রিজিওনাল সামিট, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করেছে এইচএসটিউমুনা। যাতে অংশগ্রহণ করেছে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

যাযাদি/ এস