শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, শাট ডাউন থাকবে জবি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ২০:০০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

জবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে মন্ত্রণালয়ের লিখিত চিঠি পাওয়ায় অনশন প্রত্যাহার করেছেন বিশ্ববিদ্যালয়ের অশনকারী শিক্ষার্থীরা। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি পুরোপুরি শাট ডাউন থাকবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাতটায় অনশন প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব। তিনি বলেন, আমাদের তিনটি দাবির দুইটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেয়া হয়েছে। বাকি একটি আলোচনা সাপেক্ষে মেনে নেয়া হবে। 

লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন অরত্যাহার করছি। তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে।

যাযাদি/ এম