সাংবাদিক সমিতির আমন্ত্রণে ইবিতে আসছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব 

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আগামী শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। 

সংগঠনের সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি এস এম রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম বলেন, আগামী শনিবার আমরা সেমিনারের আয়োজন করতে যাচ্ছি। এর মাধ্যমে জুলাই আন্দোলনকে ঘিরে যে প্রত্যাশা, সংস্কার ও ভাবনা রয়েছে পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমরা জানতে পারবো। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। এতে সকলের সহযোগিতা কামনা করছি। 

যাযাদি/ এম