গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না হাবিপ্রবি
প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২২

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি ) । গত বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৬৮ তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ‘আমরা গতকালের সিন্ডিকেট সভায় গুচ্ছের ভালো-খারাপ সব দিক নিয়ে আলোচনা করেছি। সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে চাপ আছেই গুচ্ছে থাকার। তবে আমাদের সিন্ডিকেটের সবাই এই পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’
যাযাদি/ এসএম