চট্টগ্রামের বেসরকারী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)'র "সমাবর্তন-২০২৫
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

চট্টগ্রামের বেসরকারী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)'র "সমাবর্তন-২০২৫” গতকাল শনিবার ১৮ জানুয়ারি, সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত চিটাগং বোট ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. মুহাম্মদ ফাউজুল কবির খান।
বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় জ্যেষ্ঠ সচিবের প্রতিনিধি হিসেবে এতে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় অতিরিক্ত সচিব জনাব নুরুন আখতার।
সমাবর্তন বক্তা হিসেবে এতে যোগ দেন শিল্পগ্রুপ ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং। এতে আরোও বক্তব্য দেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব লুৎফে এম আইয়ুব, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট 'এডুকেশন, সায়েন্স, টেকনোলজি এন্ড কালচারাল ডেভেলপম্যান্ট ট্রাস্ট (ইসটিসিডিটি)- এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকারিয়া খান এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার।
অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়, তন্মধ্যে ১,৪৫২ জন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রকৌশল, আইন, এবং লিবারেল আর্টস অনুষদ থেকে পাস করা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং বাকী ৭৩৭ জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অনুষ্ঠানে ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব স্ব প্রোগ্রামে অসামান্য কৃত্বিত্বে ফলস্বরূপ "টপ এ্যাচিভার্স" এওয়ার্ড প্রদান করা হয়। আলোচ্য সমাবর্তন অনুষ্ঠানে সিআইইউর ইভেন্ট পার্টনার হিসেবে ছিল এমজিএইচ গ্রুপ
যাযাদি/ এম