ভর্তি পরীক্ষায় এখনো কীসের কোটা : প্রশ্ন সারজিস আলমের

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ২২:১৭

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় আসন আছে ৩০৮টি। এ ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে বিভিন্ন কোটা। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও এখনও কেন কোটা বহাল রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রবিবার (১৯ জানুয়ারি) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে কোটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। সেখান তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘ভর্তি পরীক্ষায় এখনো কীসের কোটা?’

এখন থেকেই কোটা বাতিল করার দাবি জানিয়ে সারজিস আলম আরও বলেন, ‘আজ থেকেই এই শোষণের শেষ হতে হবে। ফুলস্টপ।’

যাযাদি/ এস