ইবির পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. অরবিন্দ সাহা, সম্পাদক পংকজ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে সভাপতি ও ফোকলোর স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী পংকজ রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সংগঠন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমন বিশ্বাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্ত ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুকান্ত দাস। যুগ্ম-সাধারণ সম্পাদক অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপন রায়, স্বপ্না রানী মন্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল।

এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রয়েছে বাস্তব বসাক এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রামকৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপজন মল্লিক, পূজা দত্ত ও শ্যামল দাশ মনোনীত হয়েছে।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, এই পূজা আমাদের সকলকে একত্রিত করে সামাজিক ও ধর্মীয় ঐক্য বৃদ্ধি করার পাশাপাশি অসাম্প্রদায়িক  বাংলাদেশ গড়ার এক নতুন দিক উন্মুক্ত করবে। দেশ ও জাতির  মঙ্গল কামনা করি এবং এই মহাপূজার সময় সকলে মিলেমিলে উদযাপন করবে এই কামনা করি।

যাযাদি/ এম