শাবি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি রবিন, সাধারণ সম্পাদক শুভ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

শাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০ তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে যুগান্তরের প্রতিনিধি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক পদে মানবজমিনের প্রতিনিধি নাঈম আহমদ শুভ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীমের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গনিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ।

নির্বাচনে সহ-সভাপতি আদনান হৃদয় (অধিকার), যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম কবির (জৈন্তাবার্তা), কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র (ইত্তেফাক), দপ্তর সম্পাদক নূর আলম (বিডিনিউজ২৪ডটকম) নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য সৈকত মাহাবুব (যায়যায়দিন), মোফাজ্জল হক (সিলেট বাণী), সাগর হোসের জাহিদ (জাগ্রত সিলেট) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, ”সকলের অংশগ্রহণে সুন্দর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”

প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিক শুভেচ্ছা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো মোখলেসুর রহমান,  সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড.  মুহাম্মদ সেলিম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

যাযাদি/ এম