পবিপ্রবিতে খুলে ফেলা হলো ফজিলাতুন্নেছা হলের নামফলক
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রী হলের নামফলক খুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১ টায় আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নামফলকটি ভেঙে ফেলে। এ সময় শিক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে কালো কাগজ দিয়ে ঢেকে দেয়।
উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পর বুলডোজার কর্মসূচির মাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি সহ সারা দেশে ফ্যাসিস্ট স্মৃতি চিহ্ন মুছে ফেলার দাবিতে বিক্ষুদ্ধ ছাত্র জনতা আন্দোলন করে। এর পরিপ্রেক্ষিতে পবিপ্রবির ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে প্রশাসন নামফলকটি খুলে ফেলে।
এ বিষয়ে আবাসিক হলের শিক্ষার্থী ইসরাত নাফিসা বলেন, ‘শিক্ষার্থীরা অনেক দিন ধরেই নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নামফলক মুছে ফেলা হয়েছে এবং আবাসিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন নাম নির্ধারণ করা হবে, এ ব্যাপারে আশাবাদী।’
আরেক শিক্ষার্থী দিয়ামনি ইসলাম সাদিয়া বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে ফ্যাসিস্ট পরিবারের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।’
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক বলেন, “নামফলক ভাঙার বিষয়ে আমি তেমন কিছু জানি না, তবে ছবিতে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এটি খুলে ফেলা হয়েছে।
নতুন নাম নির্ধারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এখনো নতুন নাম ঠিক করা হয়নি, তবে এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়েছে, যারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিবেন।’
যাযাদি/ এমএস