শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ ইবি ছাত্রদলের

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

বুধবার সংগঠনের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াশীল বিভিন্ন সংগঠনের ওপর কতিপয় বিধিনিষেধ আরোপ করেছে ছাত্র উপদেষ্টা দপ্তর। ছাত্র উপদেষ্টা দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশের চেতনার পরিপন্থী। বাক স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করার হীন চেষ্টা করেছে বলে মনে করে শাখা ছাত্রদল। 

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শর্তাবলী ইবি ছাত্রদল প্রত্যাখ্যান করছে। একই সাথে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংগঠন (নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্যতিত), জেলা কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ স্বাধীনতা দাবি করছে সংগঠনটি। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের জন্য ক্যাম্পাসের মধ্যে যে কোনো অনুষ্ঠান পালনের জন্য কিছু শর্ত প্রদান করে ছাত্র উপদেষ্টা দপ্তর। শর্তগুলো হলো- ক্যাম্পাসের মধ্যে যে কোনো অনুষ্ঠানের অনুমতির জন্য ছাত্র-উপদেষ্টা/প্রক্টর বরাবর আবেদন করতে হবে, গত ১৮ জানুয়ারি প্রচারিত বিজ্ঞপ্তির আলোকে বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে এমন কেউ অংশ গ্রহণ করবেনা মর্মে নিশ্চয়তা প্রদান করা, বিকাল ৪ টার মধ্যে অনুষ্ঠান শেষ করা, অনুষ্ঠান করার জন্য কম পক্ষে ৫ কর্মদিবসের মধ্যে অনুমতির জন্য আবেদন করা ও বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ও অন্যান্য ছুটি থাকাকালীন কোনো অনুষ্ঠান করা যাবে না।

এছাড়া ক্লাস-পরীক্ষার বিঘ্ন ঘটে এমন কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, জেলা ছাত্র কল্যাণ সমিতির অনুষ্ঠানের জন্য আবেদনে স্ব-স্ব সমিতির উপদেষ্টার সুপারিশ থাকতে হবে এবং বিভাগের শিক্ষার্থীদের যে কোনো অনুষ্ঠানের জন্য আবেদনে স্ব-স্ব বিভাগীয় সভাপতির সুপারিশ থাকতে হবে।

যাযাদি/ এম