আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেফতার

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জামালপুরের ইসলামপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগ নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশাহ্ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে এসে আত্মগোপনে থাকে সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনকে গ্রেফতার করা হয়।

যাযাদি/ এমএস