ইবিতে ক্যারিয়ার ফেস্ট হবে ১৯ ফেব্রুয়ারি, আসছেন শীর্ষ ক্যারিয়ার মেন্টররা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার ফেস্টের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ শে ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এসময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দিতে দেশের শীর্ষস্থানীয় ক্যারিয়ার মেন্টর ও কর্পোরেট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সংগঠন সূত্র জানায়, ১৯ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাংগীর আলম উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন জনপ্রিয় লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার রবিউল আলম লুইপা, চাকুরী প্রত্যাশীদের কাছে বহুল পরিচিত খায়রুলস বেসিক, অ্যাডভান্সড ও ব্যাংক ম্যাথের লেখক মো. খায়রুল আলম, চাকরি প্রস্তুতি বিষয়ক প্ল্যাটফর্ম 'ক্যারিয়ার ম্যাপ'-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ জাসিম উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লি. এর কুষ্টিয়া রিজিওনের রিজিওনাল হেড শাহ মো. আবু আলমগীর সিদ্দিকী, HR Perception এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও এনএসআই-এর সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শেখ মেহেদী হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি রনি সাহা।

এদিকে অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে জব প্রস্তুতি বিষয়ক প্রতিষ্ঠান 'Career Map' ও Knowledge Partner হিসেবে রয়েছে বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত একটি জনসচেতনতামূলক প্ল্যাটফর্ম 'গণমত'।

আয়োজন সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহ সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ বলেন, ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য চমকপ্রদ একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা আনন্দিত যে, দেশের শীর্ষস্থানীয় ক্যারিয়ার মেন্টররা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছেন। বিসিএস, ব্যাংক, আইন ও প্রাইভেট সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা মেন্টরদের থেকে মূল্যবান দিকনির্দেশনা পাবেন, যা তাদের  ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে মাইলফলক হবে বলে আশা রাখছি।

ক্লাবের সভাপতি রনি সাহা বলেন, আমাদের আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আশাকরছি শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি প্রোগ্রাম উপহার দিতে পারবো। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

যাযাদি/  এসএম