জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, নারী ভর্তিচ্ছুক আটক
প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মোবাইলে জালিয়াতি করার সময় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার টায় সমাজবিজ্ঞান অনুষদের ২য় শিফটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই শিক্ষার্থীর নাম পারমিতা দত্ত ভৌমি । অভিযুক্ত শিক্ষার্থীর পিতা নয়ন চন্দ্র দত্ত। তার বাসা কিশোরগঞ্জ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এসময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে অবগত করেন । পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি আটক পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, পারমিতার বড় বোন নিবেদিতা দত্ত ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে তার বড় বোনকে দেন। মোবাইলের ওপাশ থেকে তার বড় বোন প্রশ্নের উত্তর পাঠাচ্ছিলেন তার ফোনে। এক পর্যায়ে বিষয়টি একজন ভর্তি পরীক্ষার্থীর নজরে আসলে তিনি ডিউটিরত শিক্ষককে জানান। পরে ডিউটিরত শিক্ষক তাকে আটক করে প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক ওই ভর্তি পরীক্ষার্থী নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষার্থী মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় কক্ষ পরিদর্শক মারফত খবর পেয়ে শৃঙ্খলা কমিটি তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অপরাধ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে মামলা করা হবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ 'বি' ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়। ৫ দিনের ভর্তি পরীক্ষায় আজই প্রথম জালিয়াতি ধরা পরে।
যাযাদি/ এমএস