নোবিপ্রবিতে হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ড শুরু

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৪

নোবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজের ক্যাম্পাস রাউন্ড শুরু হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমী ভবনে কেক কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। 

অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে ও সাঈদ বিন হায়দারের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড.রেজুয়ানুল হক, 
ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মুহাম্মাদ নিজাম উদ্দিন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আশিকুর ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির সহযোগী অধ্যাপক ড.কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক তন্ময় দে আপু,সহকারী অধ্যাপক শামিমা ইয়াসমিন, প্রভাষক মো.আব্দুল বারেক এবং জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় মোট ৭৮জন শিক্ষার্থী  ২৬ টি দলে ভাগ হয়ে আলাদা ভাবে এ প্রতিযোগিতায় অংশ করে।  সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ব্যবসায় উদ্যোক্তা প্রতিযোগিতাটির আয়োজন করেন হাল্ট প্রাইজের নোবিপ্রবি ক্যাম্পাস ডিরেক্টর তকি তাহমিদ। 

ক্যাম্পাস ডিরেক্টর তকি তাহমিদ বলেন, আমরা নোবিপ্রবিতে নতুন এক যাত্রা শুরু হোক,নতুন এক কালচার সৃষ্টি হোক যাতে করে শিক্ষার্থীরা এক মুখী চিন্তা থেকে বের হয়ে আসতে পারে। সকলের সহযোগিতা ছিলো বলেই এমন অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড.রেজুয়ানুল হক বলেন, হাল্ট প্রাইজের এমন আয়োজন নতুন নতুন আইডিয়ার সৃষ্টি করছে।  আমরা বিশ্ববিদ্যালয়ের একটি দৃষ্টিনন্দন গেইট স্থাপন, টিএসসি নির্মাণ, ডাটা সমৃদ্ধ ওয়েবসাইট বানানো ও র‍্যাংকিং এ ভালো অবস্থান নিয়ে কাজ করছি।


উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল বলেন, হাল্ট প্রাইজের এ যাত্রার সফলতা কামনা করছি।শিক্ষার্থীরা যাতে এখান থেকে নতুন কিছু শিখতে পারে,নতুন অভিজ্ঞতা অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে পারে৷ আমাদের শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর সব জায়গায় ছড়িয়ে যাক।

উল্লেখ্য,হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা যা জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভসভ (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এর যৌথ আয়োজনে বিশ্বের ১০০ এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে।প্রতিযোগিতার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ১ মিলিয়ন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

যাযাদি/ এস