মিরপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার 

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুষ্টিয়ার মিরপুর থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। 

পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল ও মিরপুর থানার অফিসার ইনচার্জ । 

পরিদর্শন প্যারেডের সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মিরপুর থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনাসহ ব্রিফিং প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম সংক্রান্ত রেজিস্টার সমূহ , মালখানা, হাজত খানা এবং সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

যাযাদি/ এম