৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় 

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, আগামী পহেলা মার্চ থেকে ৮ এপ্রিল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে বন্ধকালীন সময়ে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে ২৬ মার্চ থেকে ৭ এপ্রিল অফিস সমূহ বন্ধ থাকবে। এছাড়া রমজানে অফিসের কর্মঘণ্টা কমিয়ে বিকাল ৪ টার পরিবর্তে সাড়ে ৩ টা করা হয়েছে।

যাযাদি/ এমএস