হিজাব নিয়ে হেনস্তার প্রতিবাদে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ১৫:৩৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জোর করে নারী শিক্ষার্থীর হিজাব খোলার ঘটনায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী।
রোববার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল বের করে যা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভবিষ্যতে কেউ যেন হিজাব নিয়ে হেনস্তা না করে তার নিশ্চত করতে বলেন।
এসময় পলাশ বখতিয়ার, হাফিজুল ইসলাম, রিয়াজ হোসন রিমন, পবন মিয়া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলে শিক্ষার্থীর অসম্মতি থাকা স্বত্বেও জোর করে কয়েকজন নারী শিক্ষার্থীর হিজাব খোলার অভিযোগ উঠেছে বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনির বিরুদ্ধে।
অসম্মতি থাকা সত্বেও জোর করে হিজাব খোলার অভিযোগ করেছেন ওই হলে পরীক্ষা দেয়া একাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। তাদের অভিযোগ একাধিকবার ডিভাইস আছে কিনা সেটা চেক করার পরও তাদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিজাব পড়তে দেয়া হয়নি।
যাযাদি/ এমএস