১৩ মার্চ পর্যন্ত ঢাবির ক্লাস, অনলাইনে ২০ মার্চ

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ১৩:৩২

ঢাবি প্রতিনিধি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এরপর ২০ মার্চ পর্যন্ত ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাবি প্রশাসন। 

এতে বলা হয়, আগামী ১৩ মার্চ পর্যন্ত সব বিভাগের ক্লাস সশরীরর অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। 

এতে বলা হয়, গত ০৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি চলবে।

যাযাদি/ এসএম