মহাসড়কে ফেলে দেয়া হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ১৭:৩৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী 'ইমাম' পরিবহনের একটি বাসে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষার্থীকে মহাসড়কেই ফেলে যায় বাসটি। এরই প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয় ব্যবস্থাপনা বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রাহি। যাত্রাপথেই ঢাকাগামী 'ইমাম' নামক বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। পড়ে তার চিকিৎসার ব্যবস্থা না করে সেই শিক্ষার্থীকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বাইপাস নামক স্থানে ফেলে চলে যায় উক্ত বাসটি।

এরই প্রতিবাদে ইমাম পরিবহনের বাস আটক এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করার দাবিতে রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে হয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং প্রক্টরিয়াল বডি।

পরে প্রশাসনের আশ্বাসে ১১ মার্চ দুপুর ১২ টার মধ্যে ইমাম গাড়ির প্রতিনিধি,মালিক সমিতির প্রতিনিধি, অপরাধী ড্রাইভার এবং হেল্পারকে বিশ্ববিদ্যালয়ে হাজির করার শর্তে মহাসড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

যাযাদি/ এমএস