মাভাবিপ্রবি বন্ধুসভার রঙিন জামা বিতরণ ও ইফতার মাহফিল

প্রকাশ | ১৭ মার্চ ২০২৫, ১১:২৬

মাভাবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অসহায় শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ রঙিন জামা বিতরণ কর্মসূচী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের মধ্যে ইদের আনন্দ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এতিমখানার শিশুদের ইদ উপহার হিসেবে রঙিন জামা বিতরণ করা হয়। এসম উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাবেক প্রচার সম্পাদক সুজন চন্দ্র দাস, সাবেক সভাপতি আবু হানিফ ও সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সকল বন্ধুরা।

ইদ উপহার হিসেবে রঙিন জামা বিতরণ বিষয়ে বর্তমান সভাপতি তৌসিফ কবির বলেন,সহমর্মিতার ইদ’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য নতুন জামা বিতরণ করেছি। ইদর নতুন জামা পেয়ে তারা অনেক খুশি হয়েছে। তিনি আরও বলেন, ‘সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছেন। যাঁরা খুবই কষ্টে জীবন চালাচ্ছেন। যাঁদের পক্ষে সন্তানদের ইদের নতুন জামা কিনে দেওয়া সম্ভব না। সমাজের বিত্তবানদের সেসব মানুষের পাশে দাঁড়ানো উচিত, যাতে ঈদে সব শিশুর মুখে হাসি ফোটে।’

যাযাদি/ এসএম