স্বাধীনতা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশ | ২৬ মার্চ ২০২৫, ১৯:৪২

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষ্যে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সকাল ৮ টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউনস্থ বধ্যভূমিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্বিবিদ্যালয় সূত্রে জানা গেছে, ববি উপাচার্য দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি। এবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ছাড়া তেমন কোন কর্মসূচি গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে শিক্ষক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
যাযাদি/ এমএস