মহান স্বাধীনতা দিবসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শ্রদ্ধা নিবেদন

প্রকাশ | ২৬ মার্চ ২০২৫, ২০:৪৪

কাজী দীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
যায়যায়দিন

যথাযোগ্য মর্যাদা আর জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তন অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। 

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ২৬ মার্চ, ২০২৫ সকালে বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল এফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমানের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানে হয়। 

এসময় উপস্থিত ছিলেন ডাইরেক্টরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কর্মকর্তা চন্দন হালদার সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।   


যাযাদি/ এমএস