মাভাবিপ্রবি উপাচার্যের নাম-ছবি ব্যবহার করে টাকা দাবি

প্রকাশ | ২৭ মার্চ ২০২৫, ১৯:৫৭

মাভাবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নিকট হতে টাকা দাবি করেছে প্রতারক চক্র। 

গতকাল বুধবার (২৬ মার্চ) রাতে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডির বিষয়ে নিশ্চিত করেছেন তিনি ।উপাচার্য তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোমাধ্যমে(ফেসবুক) পোস্ট করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই বিষয়ে জানতে চাইলে উপাচার্য জানান, এটি সম্পূর্ণ প্রতারণা। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ধরনের যোগাযোগে প্রতারিত না হয়।
তিনি আরও জানান, শুধু মাভাবিপ্রবি নয়, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম ছবি ব্যবহার করে এমন প্রতারণার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে আমরা আজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।


যাযাদি/ এমএস