মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৫, ১৫:৩০

মাভাবিপ্রবি প্রতিনিধি
যায়যায়দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার ২৫টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের পদপ্রত্যাশী নেতাকর্মীরা। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, চাউল, কিসমিস ও দুধ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপকারভোগী অসহায় পরিবারগুলো।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফোরকান, সাইদুল, সালাউদ্দিন, বারি, হাদীসহ অন্যান্য নেতাকর্মীরা।

শাখা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বলেন, "আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার পক্ষ থেকে আমরা অতি সামান্য কিছু ঈদ উপহার দিয়েছি। মাভাবিপ্রবি ছাত্রদল সব সময় মানুষের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতেও আমাদের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলকে ঈদের শুভেচ্ছা জানাই এবং অনুরোধ করবো, আপনার আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ান।”

আরেক ছাত্রদল নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, "দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা এই ঈদ উপহার বিতরণ করেছি। অসহায়দের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। তাদের হাসিমুখ আমাদের রাজনৈতিক পথচলাকে আরও সুন্দর করবে। আমরা সব সময় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রস্তুত।”


যাযাদি/ এমএস