নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় ব্যানারে শাবি ছাত্রদলের কর্মসূচি
প্রকাশ | ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৩

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় ব্যানারে প্রোগ্রাম করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসে ফিলিস্তিনের গাজায় হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেন তারা। তবে দলীয় ব্যানারে ক্যাম্পাসে সকল কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে।
এব্যাপারে শাবি ছাত্রদলে সভাপতি রাহাত জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি ক্যাম্পাসে প্রোগ্রাম করছে,ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এমনকি দেশের সকল সাধারণ মানুষের পাশে ছিল, ছাত্রদল সবসময় অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।
আজ যখন ফিলিস্তিনে হাজারো নিরীহ মানুষ নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, তখন চুপ করে থাকা পাপ। তাই ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষে কথা বলতেই আমরা ক্যাম্পাসে প্রোগ্রামের আয়োজন করেছি। কারণ ন্যায়ের পথে দাঁড়াতে গিয়ে নিয়ম নয়, বিবেকই আমাদের সবচেয়ে বড় নির্দেশক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড এছাক মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। যে বা যারাই দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসে দলীয় ব্যানারে কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল প্রোগ্রাম করেছে। প্রক্টর স্যার ক্যাম্পাসে আসার পর আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর দলীয় ব্যানারে সকল ধরনের সভা সমাবেশ কিংবা মানববন্ধন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই মানববন্ধন করেন তারা।
যাযাদি/ এস