খুবিতে নেসক্যাফের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৫, ২০:৪৮

খুবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন ও নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন চলছে। সেই আন্দোলনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লেকপাড়ে অবস্থিত নেসক্যাফের দোকান বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত। তিনি বলেন, “গত ৭ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইসরায়েলি পণ্য বর্জনের দাবি তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় নেসক্যাফের দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিকল্প হিসেবে একটি দেশীয় ব্র্যান্ডের দোকান বসানো হবে।”


বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও নিপীড়িত মানুষের ও ন্যায়ের পক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় সোচ্চার ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে ৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় । সমাবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইসরায়েলি পণ্যের বয়কটের দাবি জানান।


যাযাদি/ এমএস