সমিতি ফি এর নামে শাবিতে শিক্ষার্থীদের হয়রানি
প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৫, ১৬:১৬

বিভাগীয় সমিতি বা এসোসিয়েশন ফি এর নামে শিক্ষার্থীদের থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উপর। এতে ফি না দেয়ায় সেমিস্টার ফাইনাল পরীক্ষার এডমিট কার্ড না দেয়ার অভিযোগ রয়েছে।
খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের নামে সোসাইটি বা এসোসিয়েশন গঠিত হয়েছে। এসব সোসাইটি প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের থেকে ২০০ থেকে ৫০০ টাকা আদায় করে এডমিট কার্ড প্রদান করে। ফি অনাদায়ে এডমিট কার্ড না দেয়ার অভিযোগ পাওয়া গেছে অনেক বিভাগের। ফি না দেয়ায় এডমিট কার্ড আটকে দেয়া শিক্ষাথীদের জন্য একধরনের হয়রানি বলে অনেক শিক্ষার্থীর অভিমত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন অলিখিত প্রচলিত অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন অনেক শিক্ষার্থী।
গনিত বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, সমিতি যেহেতু শিক্ষার্থীদের কল্যাণেই কাজ করে সেক্ষেত্রে ফি যদি নিতে হয় সেটা অন্য কোনো পন্থায় নেয়া হোক।শিক্ষার্থীদের জিম্মি করে এভাবে ফি আদায় করা অমানবিক কাজ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো এছাক মিয়া বলেন, এসোসিয়েশন বা সমিতিগুলো বিভাগের বিভিন্ন প্রোগামের আয়োজন করে থাকে যার সিংহভাগ টাকা আসে শিক্ষার্থীদের থেকেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষেই এ অর্থ শিক্ষার্থীদের থেকে আদায় করা হয় এবং শিক্ষার্থীদের কল্যাণেই ব্যয় করা হয়।
ফি না দেয়া হলে এডমিট কার্ড না দেয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমনটা করা অমানবিক। যদি এ ধরনের অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন বলেন, সমিতি বা এসোসিয়েশনের নামে যে ফি নেয়া হয় এটা বিশ্ববিদ্যালয় কোষাগারে জমা হয় না। এটা বিভাগের সমিতি বা এসোসিয়েশনের ফান্ডেই জমা হয়। এখান থেকে শিক্ষার্থীদের কল্যানেই ব্যয় করা হয়।
সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দীন চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে হলে তাকে পাওয়া যায়নি।
যাযাদি/ এম