পারভেজ হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

প্রকাশ | ২১ এপ্রিল ২০২৫, ১৮:২৭

ইবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। এসময় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এছাড়া তারা কালো ব্যাচও ধারণ করেন। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, উল্লাস মাহমুদ ও মুক্তাদির রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা বলেন, ২৪ এর আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চেয়েছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ধারার রাজনীতি। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে হত্যা করা হয়েছে। এর পরেও কারো কোনো প্রতিবাদ বা আন্দোলন দেখিনি। আজকে এই নতুন বাংলাদেশে পারভেজ হত্যার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। আমরা এই দেশে আর কোনো লাশ দেখতে চাই না। আমরা পারভেজ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অতি দ্রুত তাদের বিচার করতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ‘পারভেজ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলো। কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী তাকে নির্মমভাবে হত্যা করেছে। অথচ এই ঘটনা আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সমাধান হয়েছিলো। তারপরও এমন ঘটনা কাম্য ছিলো না। আমরা ৫ আগষ্টের পরে নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। একটি পরিবর্তিত রাজনীতি চেয়েছিলাম। কিন্তু নতুন বাংলাদেশে এমন ঘটনা ঘটবে তা আমরা কখনো ভাবিনি। এখনো দেশের প্রতিটি জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। তাদের পদ থেকে বাদ দেয়া হচ্ছে না। যার ফলে এমন ঘটনা আমাদের দেখতে হচ্ছে। আমরা সরকারের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এর আগে, সোমবার বেলা ১১টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।