মেধার ভিত্তিতে সিট বণ্টনের দাবি ইবি ছাত্রদলের
প্রকাশ | ৩০ এপ্রিল ২০২৫, ২০:৩৮

আবাসিক হলে মেধার ভিত্তিতে সিট বণ্টনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্য বরাবর শিক্ষার্থীদের সনদ উত্তোলন ফি কমানোর দাবিতে সংহতি জানিয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে তারা হলে সিট বণ্টনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন।
তাদের অন্য দাবিগুলো হলো- হলের খাবারের মানোন্নয়ন ও মূল্য হ্রাস, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি কমানো এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সদস্য নূর উদ্দিন ও রাফিজসহ অন্য নেতাকর্মীরা।
শাহেদ আহম্মেদ বলেন, “অতীতে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি যেন প্রশাসন মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়। কিন্তু সাধারণ ছাত্ররা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে একটি সংগঠন সব হলে সিট দখল করে রেখেছে, যা অনৈতিক ও শিক্ষার্থীবিরোধী।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “প্রশাসনের এখতিয়ার শিক্ষার্থীদের হাতে থাকবে না। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করতে আমি সকল হলের প্রভোস্টদের সঙ্গে কথা বলবো।”