‘শিবির ক্যাডার’ আখ্যা দিয়ে ভুয়া ওয়েবসাইটে নাম, ব্যঙ্গ করে আবরার ফাইয়াজের স্ট্যাটাস

প্রকাশ | ০৪ মে ২০২৫, ০৮:৪৯

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে, ভূমিকা রেখেছে, আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ তাদের নাম দিয়েছে ‘গণশত্রু’। ইতিমধ্যে তারা গণশত্রু নামে ওয়েবসাইট তৈরি করেছে। সেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যক্তিকে। ওয়েবসাইটে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে শহিদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজকেও।

শনিবার (৩ মে) আবরার ফাইয়াজ তার ফেসবুক অ্যাকাউন্টে গণশত্রু ওয়েবসাইট নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

ওয়েবসাইটের স্ত্রিনশট শেয়ার করে তিনি ব্যঙ্গ করে লিখেছেন, ‘মনে হচ্ছে এই ওয়েবসাইট তৈরির কাজে সাবেক তিতুমীরবাসী ইমতিয়াজ রাব্বি বা ছোটা ডন যুক্ত আছে, এজন্যই হল ঠিক বলতে পারলেও মেকানিকাল ডিপার্টমেন্টে পড়ি এটা ভুলে গেছে।’

তিনি আরও লিখেছেন, ‘হলের বিখ্যাত মুরগি খেয়ে কালকে কীভাবে ইসলামপুরে গিয়ে প্রজেক্টের জিনিসপত্র কম খরচে কেনা যায় ভাবতে ভাবতে শুনতেছি আমাদের নাকি শতকোটি টাকা আছে, আইরনি এট ইটস পিক।

বাই দা ওয়ে, এত উল্টাপাল্টা দুইবার না লিখে ৫ আগস্টের আগের সত্যি ঘটনাগুলো লিখলেই হতো।’

গণশত্রু ওয়েবসাটে আবরার ফাইয়াজকে শিবিরকর্মী হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার সম্পর্কে বলা হয়েছে, ‘সে বুয়েটের ছাত্রলীগ কর্মীদের অত্যাচার করে পুলিশে দিয়েছে। তাদের শিক্ষাজীবন কেড়ে নিয়েছে। বঙ্গবন্ধু ভাস্কর্য  বুয়েটে ভেঙে দিয়েছে। 

৩২ নম্বরের হামলার প্লানকারীদের একজন। শত কোটি টাকা লুটপাট করেছে তার ভাইয়ের নাম দিয়ে। মিথ্যা প্রোপাগান্ডা চালায় আওয়ামী লীগের বদনামে।’