ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা
প্রকাশ | ০৫ মে ২০২৫, ১০:০৪

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী।
রবিবার (৪ মে) দুপুরে কলেজে গেলে তাকে একদল শিক্ষার্থী আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশে সোপর্দ করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, কাকন ক্যাম্পাসে আসলে কিছু শিক্ষার্থী কাকনকে অবরুদ্ধ করে রাখে।
এরপর খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।